Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩০ ১৪৩২, বুধবার ১৪ মে ২০২৫

জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোস্তাফিজুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ২৩ মার্চ ২০২৩

প্রিন্ট:

জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোস্তাফিজুর

ছবি- সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি মাসের ৩১ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে। আগামী ৩১ মার্চ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান অবসরোত্তর ছুটিতে যাবেন।  তবে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি।  

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ২০২০ সালের ১৩ জানুয়রি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন। মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। 

অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) পরিচালক ও প্রকল্প পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer