Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: রওশন এরশাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২৩ মার্চ ২০২৩

প্রিন্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: রওশন এরশাদ

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। 

বৃহস্পতিবার গুলশানে পার্টির কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় টেলিকনফারেন্সে একথা বলেন তিনি।বেগম রওশন এরশাদ আরো বলেন, জাতীয় পার্টিতে কোন কোন্দল নেই, কোন দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি একটি বৃহত্তর রাজনৈতিক দল। নেতৃত্বের প্রতিযোগিতা আছে, থাকবে এবং থাকতেই পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এস এম আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাহ্গীর আলমাহি এরশাদ (সাদ এরশাদ)-এমপি। সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক- কাজী মামুনুর রশীদ, সাবেব এমপি এম. এ গোফরান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেব এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক প্রেসিডিয়াম সদস্য- ফখরুল ইসলাম জাহাঙ্গীর, নূরুল ইসলাম মিলন, খন্দকার মনিরুজ্জামান টিটু, মোস্তাকুর রহমান মোস্তাক।সভায় আগামী ২৭ মার্চ আলোচনা সভা ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer