
সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর গ্রামে আব্দুল মান্নান মোড়ল (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২ জুন) ভোরে নিজ বাড়ির পাশের একটি বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে স্বজনরা জানান। এদিন বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি মৃত আব্দুল নবী মোড়লের ছেলে।
তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিগত কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ির পাশের একটি বাগানে যেয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁর (মরহুমের) পরিবার থেকে জানা গেছে।