Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে গেলেন মোমেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে গেলেন মোমেন

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর দেশটিতে প্রথম সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনদিনের সফরে সোমবার রাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ ব্যাপারে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমেরিকা যাচ্ছি, এখানে আমাদের কয়েকটি মিটিং আয়োজন হয়েছে। বিশেষ করে নতুন মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাই। সেদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করবো।

সম্পর্কের সার্বিক বিষয়ে কথা হবে। যুক্তরাষ্ট্র সরকার নতুন একটা ফরেন পলিসি দিয়েছে। স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশ এখানে ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সিনেটের ফরেন রিলেশন্স কমিটির প্রধানের সঙ্গে বৈঠক হবে।

আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের উন্নয়ন করতে চাই। আমাদের অনেক সম্ভাবনা আছে, আর আমেরিকাও অনেক বড় দেশ। তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক আরও উন্নত করতে পারি, দিজ ইজ এ উইন-উইন। বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে ব্রিফিংয়ের পরিকল্পনাও রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables