
ফাইল ছবি
অনলাইনে ওষুধ বিক্রিতে আসছে নিষেধাজ্ঞা। দেওয়া যাবে না বিজ্ঞাপনও। নিরাপদ ওষুধ নিশ্চিত করতেই নতুন ওষুধ ও কসমেটিক আইনে যুক্ত করা হয়েছে এসব বিধান। কেউ আইন অমান্য করলে হতে পারে ৫ থেকে ১০ বছরের জেল।
খাবার বা কাপড়ের মতো রীতিমতো বিজ্ঞাপন দিয়েই অনলাইনে বিক্রি হচ্ছে ওষুধ। শুধু দেশি নয়, আছে বিদেশি ওষুধও। দেয়া হচ্ছে নানা ছাড়ও।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দীন আহমেদ বলেন, সাধারণ ওষুধের পাশাপাশি বিক্রি হচ্ছে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বন্ধ্যাত্ব এমনকি হার্ট ও স্ট্রোকের ওষুধও।
নানা নামে ফেইসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেইজ খুলেই চলছে বিক্রি। এ সব ওষুধ কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয় তা জানার সুযোগ নেই। ফলে নকল বা ভেজাল ওষুধ ক্রেতার হাতে যাওয়ার শঙ্কা থাকছেই।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, নিরাপদ ওষুধ নিশ্চিত করতেই অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করতে চান তারা। দেওয়া যাবে না বিজ্ঞাপনও।
ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। আগামী সংসদ অধিবেশনেই পাস হওয়ার কথা এই আইন।