
-না আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সরা মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা আহছানিয়া মিশন ও লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ডায়েবেটিস পরীক্ষা করানো হয়।
শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুরস্থ ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত হেনা আহমেদ হসপিটালে সারাদিন ব্যাপি এই আয়োজিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে ভিড় করেন মানুষ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিতে বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি ডিপার্টমেন্টের প্রধান লায়ন প্রফেসর ড. এম ফখরুল ইসলাম, আল করিম জেনারেল হসপিটালের করনারী কার্ডিয়াক ইউনিটের সিনিয়র অফিসার ড. উৎপল কমার মন্ডলসহ ৪ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। হেনা আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সরা মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।