Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

নিপা ভাইরাসের চিকিৎসা নেই: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৯:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

নিপা ভাইরাসের চিকিৎসা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

নিপা ভাইরাসে আক্রান্তদের কোনো চিকিৎসা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিপা একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ শতাংশ।

শনিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই এবং কোনো চিকিৎসা নাই। কাজেই আমাদের সকলকে সাবধানে থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদুর খেজুর রস খায়, বিভিন্ন কাঁচা-পাকা ফলের ওপর বসে থাকে। মানুষ সেসব খেজুর রস ও ফল খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়। নিপা ভাইরাসে এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।

তিনি জানান, নিপা ভাইরাসে আক্রান্তদের জন্য ঢাকা নর্থ সিটি করপোরেশনের হাসপাতালে ২০ বেড এবং বক্ষব্যাধি হাসপাতালে ৫ বেড প্রস্তুত করা হয়েছে। নিপা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করা হচ্ছে।

বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। ভাইরাসটি সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়েছিল দেশের পশ্চিমাঞ্চলে ভারতীয় সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে। এখনও এই ভাইরাস নিয়ে গবেষণার লক্ষ্যে বাদুড়ের বাস্তুসংস্থান নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চলছে। খেজুরের রস নিঃসন্দেহে একটি পুষ্টিকর ও সুস্বাদু পানীয়। কিন্তু দূষিত খেজুরের রস চরম অবস্থায় মৃত্যুর কারণ হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer