Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২৯ ১৪৩০, রোববার ১৪ এপ্রিল ২০২৪

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই

ফাইল ছবি

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। শুক্রবার গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বড় মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং জামাই যিশু সেনগুপ্ত হাসপাতালেই ছিলেন।

বাংলা চলচ্চিত্রে অঞ্জনা ভৌমিকের উপস্থিতি ছিল ষাট থেকে আশির দশকে। তার পিতা-মাতার দেওয়া নাম আরতী ভৌমিক। ডাকনাম বাবলি। দর্শক আজও ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’-এর মতো সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হন। মাত্র ২০ বছর বয়সে ‘অনুষ্টুপ চন্দ’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে নিজেকে মিডিয়ায় প্রকাশ করেন। পরিচালক পীযুষ বসুর সিনেমা ছিল সেটা। মুক্তির আগে নাম পালটে আরতী থেকে অঞ্জনা হয়েছিলেন অভিনেত্রী।

তবে একটা সময়ের পর আর অভিনয় জগতে ছিলেন না অঞ্জনা ভৌমিক। রুপালি দুনিয়া থেকে দূরে চলে যান তিনি। অভিনেত্রীর দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা দুজনেই এক সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক। তার স্বামী যিশু সেনগুপ্ত টালিউডের জনপ্রিয় অভিনেতা।

অঞ্জনা ভৌমিকের মৃত্যুতে শোকস্তব্ধ টালিউড।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer