Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাকৃবির নতুন প্রক্টর মহির উদ্দিন

আতিকুর রহমান, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

বাকৃবির নতুন প্রক্টর মহির উদ্দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহির উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক মহির উদ্দিন বাকৃবির কৃষি অনুষদের কীটতত্ব বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০৯ সালে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৩ সালের ২৩ জুলাই বাকৃবিতে প্রভাষক পদে নিয়োগপ্রপাপ্ত হন। ২০১৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এছাড়াও তিনি বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যশনাল ডেস্কের পরিচালক, আশরাফুল হক হলের প্রভোস্ট, সহকারি প্রক্টর, কীটতত্ব বিভাগের প্রধান, সুলতানা রাজিয়া হলের হাউজ টিউটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি গণতান্ত্রিক শিক্ষত ফোরামের সাধারন সম্পাদক. টিচার্স কাউন্সিলের কার্যর্বিাহী কমিটির সদস্য ও সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables