Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

৪২ বছরেও আবেদন করা যাবে পূবালী ব্যাংকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৮, ১৬ আগস্ট ২০২৩

প্রিন্ট:

৪২ বছরেও আবেদন করা যাবে পূবালী ব্যাংকে

ফাইল ছবি

পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি পদে ৪০ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির যেকোনো জায়গার যেকোনো অফিসে নিয়োগ পেতে পারেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। পদ সংখ্যা: ৭টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। যেকোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।
 
বয়সসীমা: ৪২ বছর।

পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার। পদ সংখ্যা: ৩৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
 
বয়সসীমা: সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।
 
বেতন: ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের জন্য নিয়মিত বেতন স্কেলের ব্যবস্থা রয়েছে।
 
নিয়োগ স্থান: নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ পাবেন।
 
আবেদন যেভাবে করতে হবে- বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট, ২০২৩।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer