Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩২, শনিবার ১০ মে ২০২৫

চার্জ দেওয়া আইফোন নিয়ে ঘুমাবেন না : অ্যাপলের সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১৮ আগস্ট ২০২৩

প্রিন্ট:

চার্জ দেওয়া আইফোন নিয়ে ঘুমাবেন না : অ্যাপলের সতর্কতা

ফাইল ছবি

এবার আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি বলেছে, কোনোভাবেই চার্জ দেওয়া অবস্থায় ফোনের আশপাশে ঘুমানো যাবে না। 

কোম্পানিটি গ্রাহকদের ‘কমন সেন্স বা সাধারণ জ্ঞান’ কাজে লাগাতে বলেছে। তারা বলেছে, চার্জে দেওয়া অবস্থায় কোনোভাবেই শরীরে সংস্পর্শে যাতে ফোন বা চার্জার না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

পরামর্শে অ্যাপল বলেছে, ‘ডিভাইস, অ্যাডাপ্টার, ওয়ারলেস চার্জারে কাছে ঘুমাবেন না। অথবা চার্জের সময় এগুলোকে কম্বল বা বালিশের নীচেও নেবেন না।’

এছাড়াও চার্জার ক্যাবল ও কানেক্টরে বৈদ্যুতিক সংযোগে থাকা অবস্থায় কোনোভাবেই শরীরের সংস্পর্শে আনা যাবে না। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer