Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৯

আপডেট: ২৩:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকা :সৌদি আরবে সরকার ঘোষতি বিশেষ সুবিধায় প্রবাসীদের দেশে ফেরা সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস।রোববার দূতাবাস কর্তৃপক্ষ থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্তমানে চলমান বিশেষ প্রত্যাবাসান কর্মসূচি সংক্রান্ত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের সেবা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে সৌদি আরবের সব প্রবাসী সেবাকেন্দ্র (ইডিসি) থেকে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ প্রদানের বিনিময়ে উক্ত সেবা গ্রহণ করা যাবে।

এজন্য সেবা গ্রহণেচ্ছুক সকলকে নিজ নিজ শহরে অবস্থিত ইডসিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।