Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

এবার সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবেন সৌদি নারীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

এবার সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবেন সৌদি নারীরা

গাড়ি চালানো, খেলাধুলা দেখাসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে সৌদি আরবের নারীদের। এবার সামরিক বাহিনীতেও তারা পুরুষের মতোই যোগ দিতে পারবেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে জানা যায়, এ বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, সৈনিক থেকে শুরু করে সার্জেন্ট পদে যোগ দিতে পারবেন নারীরা। এই সুযোগ থাকবে রয়েল নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র চিকিৎসা সেবা বিভাগের জন্য।

আবেদনকারীকে নিয়োগ পরীক্ষায় পাস করতে হবে, পরিচ্ছন্ন রেকর্ড এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।তবে নারীদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। তাদের বয়স ২১ বছর থেকে ৪০ বছর মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ১৫৫ সেন্টিমিটার হতে হবে। সরকারি চাকরিজীবী হলে হবে না। কোনও বিদেশি নাগরিককে বিয়ে করলেও আবেদন করা যাবে না। অন্তত হাইস্কুল পাস হতে হবে।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables