
ছবি- সংগৃহীত
হঠাৎ ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ করতে হলো সমুদ্রের পানিতে। এরপর তলিয়ে গেল গভীর অতলে। তবে বিমানের সবাই বেঁচে আছেন। রোববার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় ফ্রেজোস রিসোর্টের কাছে ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের ছোট এক পর্যটক বিমান ইঞ্জিন বিকল হওয়ায় জরুরিভিত্তিতে সমুদ্রের পানিতে অবতরণ করতে বাধ্য হয়। সমুদ্রে অবতরণের পর এটি পানির নিচে তলিয়ে গেছে। তবে বিমানের সব আরোহীসবাই বেঁচে গেছেন।
সেসেনা ১৭৭ মডেলের ছোট্ট বিমানটি সমুদ্রের যে স্থানে জরুরি অবতরণ করেছে সেখান থেকে উপকূল ৬০০ মিটার দূরে ছিল। উপকূল থেকে মোটামুটি ভালো দূরত্বে অবতরণ করলেও যাত্রীরা বিমান থেকে বের হয়ে বেঁচে ফিরতে সমর্থ হন।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরিভিত্তিতে সমুদ্রেই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেন। স্থানটি পর্যটন এলাকা হওয়ায় সৈকতে অনেক মানুষ ছিল। আর এসব মানুষের কথা চিন্তা করে পাইলট সৈকতে অবতরণ না করে বিমানটি একটু দূরে পানিতে অবতরণ করান।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘এমন দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করাতে আপনার অনেক প্রায়োগিক সক্ষমতা এবং ভাগ্যের প্রয়োজন।’
বিমান থেকে ফায়ার সার্ভিস দু’জন নারী এবং একজন পুরুষ যাত্রীকে উদ্ধার করে। তারা সবাই অক্ষত অবস্থায় দুর্ঘটনা থেকে রক্ষা পান। বিমানটি পানির নিচে তলিয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকারীরা।