Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

ছবি- সংগৃহীত

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ কথা জানান। সভায় ইইউর ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

চার্লস হোয়াইটলি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। আমরা গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের আশা করছি।’রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের কথা হয়নি।’

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে সংস্থাটির ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইল করেন। এতে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি। তবে বেশির ভাগ কমিশনার নির্বাচনী সফরে ঢাকার বাইরে অবস্থান করায় ২৯ নভেম্বর সময় দেয় ইসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer