Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

তারেক মাসুদের পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

তারেক মাসুদের পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

ফাইল ছবি

ফ‌রিদপু‌রের ভাঙ্গায় চল‌চ্চিত্রকার তা‌রেক মাসু‌দের বা‌ড়ি ও প‌রিবা‌রের নিরাপত্তা চে‌য়ে থানায় জি‌ডি করেছেন তার ছোট ভাই হা‌বিবুর রহমান মাসুদ।সম্প্রতি ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলার নূরপুর গ্রা‌মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের না‌মের একটি সাইনবোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা। সাইনবোর্ডটিতে ‘তারেক মাসুদের বাড়ি’ সংবলিত লেখা ছিল। 

এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর ওই ভাঙা সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করে দেয় উপ‌জেলা প্রশাসন।

তবে সাইনবোর্ড ভাঙার ঘটনার পর থেকে তারেক মাসুদের পরিবারের মাঝে অনেকটা নিরাপত্তাহীনতা দেখা দেয়।
পরে এ ঘটনায় তারেক মাসুদের গ্রামের বাড়ি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হাবিবুর রহমান মাসুদ। শুক্রবার দুপুরে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘সম্প্রতি তারেক মাসুদের বাড়ির পাশের মহাসড়কের একটি সাইনবোর্ড উপড়ে ফেলা হয়।পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ। জিডিতে তিনি তাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা তৎপর রয়েছি।

জিডির বিষয়ে তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ বলেন, ‘আমাদের বাড়ি ও পরিবার নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। কারণ কয়েক দিন আগে আমাদের বাড়ির পাশের একটি সাইনবোর্ড ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। আমাদের সঙ্গে বাড়ির পাশের একটি পরিবারের জায়গাজমি নিয়েও ঝামেলা রয়েছে। এ ছাড়া এলাকায় অনেক শত্রু রয়েছে আমাদের। এসব কারণে আমাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer