Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

অপশক্তিকে প্রতিহতে রাজপথে থাকবে আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:১১, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

অপশক্তিকে প্রতিহতে রাজপথে থাকবে আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

বিএনপি তো অনেক আগ থেকেই আন্দোলন করছে। প্রত্যেক বছরই ঈদের পরে আন্দোলন হয়। কোন বছর ঈদের পরে হবে তাও বুঝতে পারি না। কোনো ধরনের সহিংসতা, অরাজকতা করার চেষ্টা করলে সরকারের যেমন আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তেমনই জনগণের জানমাল রক্ষারও দায়িত্ব। রাজপথে যেকোন ধরনের অপশক্তিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে থাকবে।   

শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ফাইনাল খেলায় ৮ উপজেলার বিজয়ী ৮টি দলের মধ্যে কুমরিয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

কুমরিয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer