Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

স্বাস্থ্য সেবায় কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

স্বাস্থ্য সেবায় কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

দিন দিন ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় স্বয়ং নিজেই উদ্বিগ্নের কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরো দায়িত্বশীল না হলে এর থেকে নিস্তার সম্ভব নয় বলেও জানান তিনি। ডেঙ্গু রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট সহজ করতে ডেঙ্গু ড্রপ অ্যাপস এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য সেবার কোনো ঘাতটি নেই বলেও জানান মন্ত্রী। 

সারাদেশে ডেঙ্গুতে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলেছে। নানান উদ্যোগের পরও কিছুতেই যেন ডেঙ্গুর প্রকোপ কমছে না। এমন পরিস্থিতিতে ‘ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে এই অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা এ অ্যাপসের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা আরো একধাপ উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ সব কিছুতে উন্নত পর্যায়ে পৌঁছেছে আইটি ব্যবহার করে আমরা করোনা মোকাবিলা করেছি। ডেঙ্গু ক্ষেত্রে আইটি ব্যবহার করে কোন রোগীর কতোটুকু ফ্লুইড দিতে হবে তা দ্রুত নির্ণয় করা যাবে। 

মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু রোগীদের প্রাদুর্ভাব বাড়ায় উদ্বেগও তৈরি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। আর মশা নিয়ন্ত্রণ করা না গেলে মিলবে না নিস্তার, ডেঙ্গু রোগ থেকে। তাই সংশ্লিষ্টদের মনোযোগ বাড়ানোরও আহবান জানান। মশা নিয়ন্ত্রণে যারা কাজ করছে তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

চিকিৎসা সেবায় কোনো হাসপাতালে ঘাটতি থাকলে ফ্লুইড ম্যানেজমেন্টকে জানাতে বলেছেন, অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

‘ডেঙ্গু’ অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবেন সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ শো। এ নিয়ে মোট ভর্তির সংখ্যা ৯ হাজারে দাঁড়ালো। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা  ৬৫৮ জন। এখন এখন পর্যন্ত ১ লাখ ৩৩হাজর ১০৪ জন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer