
ছবি- সংগৃহীত
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন ১৯ ইসরাইলি।
দেশটির গণমাধ্যম রবিবার এ খবর প্রকাশ করেছে। বিএ.২.৮৬ নামে নতুন এ ভ্যারিয়েন্ট ইসরাইল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ডেনমার্কেও শনাক্ত হয়েছে।খবর আনাদোলুর।ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান রোববার নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নতুন এ ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত।এর আগে হু জানিয়েছিল, বিএ.২.৮৬ নামে নতুন এ ভ্যারিয়েন্ট তারা পর্যবেক্ষণ করছেন।