Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৬ আগস্ট ২০২৩

প্রিন্ট:

ঢাকা দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হবে। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হবে।বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ তথ্য জানায়।

ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এ সেবা চালু থাকবে।

তবে শুধু আগামীকাল সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer