Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়

অন ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধ : কারণ দর্শানোর নির্দেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

অন ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধ : কারণ দর্শানোর নির্দেশ

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার ইউজিসির দেয়া আদেশে ভর্তি কার্যক্রম পরিচালনার কারণ জানাতেও বলা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলেছে ইউজিসি।

নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ২০ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশন কর্তৃপক্ষের নজরে এসেছে।

ইউজির নির্দেশনায় বলা হয়- বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে সোমবার কমিশন কর্তৃপক্ষের সভায় সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম বন্ধ ও কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer