Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

গাজীপুরে ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথমেলা শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২১ জুন ২০২৩

প্রিন্ট:

গাজীপুরে ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথমেলা শুরু

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুরে ভাওয়াল রাজার প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।

রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রথযাত্রা উপলক্ষে আয়োজিত সভা শেষে প্রধান অতিথি, হাজারো পুণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। 

এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। 

রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।

গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর উপপুলিশ কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী প্রমুখ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer