Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি পুষ্টি যোগানেও সমৃদ্ধ হবে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৩১, ১৮ আগস্ট ২০২৩

প্রিন্ট:

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি পুষ্টি যোগানেও সমৃদ্ধ হবে

ছবি: বহুমাত্রিক.কম

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথমে আসে খাদ্য। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন খাদ্য চাহিদা পূরণ করতে হলে কৃষিবিদদের যোগ্য সম্মাননা দিতে হবে। সে লক্ষ্যে ১৯৭৩ সনের ১৩ ফেব্রুয়ারি তিনি এক অবিস্মরণীয় ঘোষণার মধ্য দিয়ে কৃষিবিদদের যোগ্য সম্মাননা দিয়েছিলেন। তার ফলসরুপ আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাকৃবির শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মকর্তা সবাই একযোগে কাজ করলে ভবিষ্যতে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, পুষ্টি যোগানেও সমৃদ্ধশালী হবে।

১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচীতে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। তিনি আরোও বলেন, বাংলাদেশের প্রতিটা বিভাগে বাকৃবি গ্র্যাজুয়েটরা নেতৃত্ব দিচ্ছে। কৃষি বিভাগ থেকে শুরু করে যেকোনো সাধারণ বিভাগ এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর মতো বিভাগেও বাকৃবি গ্র্যাজুয়েটগণের পদচারণা রয়েছে। শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মকর্তা সবাই এই সাফল্যে বা গর্বের দাবিদার। 

বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। পরবর্তীতে কবুতর অবমুক্তকরণ, হ্যালিপ্যাড থেকে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর পর্যন্ত র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ, ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ‘শিক্ষা, গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer