
ছবি: বহুমাত্রিক.কম
এবারেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) শ্রেষ্ঠ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ হয়েছে গাজীপুরের এ বিশ্ববিদ্যালয়টি।
রোববার এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বর্তমান ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এপিএতে বশেমুরকৃবির শ্রেষ্ঠত্ব অর্জনের ঘোষণা দেয়া হয়।
বশেমুরকৃবির জনসংযোগ শাখার উপ-রেজিস্ট্রার মো: মজনু মিয়া জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শনিবার ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট জি-তে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ২০২১-২২ অর্থ বছরের এপিএ পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠানসমুহের মধ্যে সম্মান না প্রদান করেন। এ সময় ওই অর্থ বছরের এপিএতে প্রথম স্থান অর্জন করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে (বশেমুরকৃবি) সম্মাননা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সম্মননা গ্রহণ করেন বশেমুরকৃবির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বর্তমান ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার ও এপিএ ফোকাল পয়েন্ট মোহাম্মদ আবু আল বাশারসহ প্রমূখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। তিনি এ অসামান্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।