
ছবি: বহুমাত্রিক.কম
গাজীপুরে এক বৃদ্ধকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠা সেই বাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে মো. শহীদ নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার মো. শহীদ (২৪) মাদারীপুর সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে। মাঈদুল ইসলাম জানান, শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার দিন বাসের কন্ডাক্টরকে ধরে পুলিশে দিয়েছিল এলাকাবাসী। নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নথি থেকে জানা যায়, শুক্রবার স্ত্রীসহ অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়ায় যান শহিদুল ইসলাম (৬৫)। বিকালে বাড়ি ফেরার পথে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস শহিদুল ইসলামের স্ত্রী সাহেরা খাতুনকে (৫৫) ধাক্কা দেয়।
এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে মিনিবাসটি চালাতে শুরু করেন চালক। কিছুদূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় মিনিবাসের হেলপার।
এ সময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি গাড়ির একটি হুকে আটকে থাকায় তাকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে গেলে শহীদুল ইসলাম গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুলের স্ত্রী সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাসের কন্ডাক্টরকে আটক পুলিশে দিয়েছে।