Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কমতে পারে তাপমাত্রা, ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ৩০ মে ২০২৩

প্রিন্ট:

কমতে পারে তাপমাত্রা, ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

ফাইল ছবি

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৬৬ মিলিমিটার। এ সময় রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer