
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গায় বঙ্গবন্ধু সেতুর প্রবেশ দ্বারে অবস্থিত দৃষ্টি নন্দন এলেঙ্গা রিসোর্ট। বছরজুড়েই এই বিনোদনকেন্দ্রে আগমন ঘটে হাজারো মানুষের। বিনোদন পিপাসুদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন ভাবে সাজানো হয়েছে এই এলেঙ্গা রিসোর্টটিকে।
হরেক রকমের ফুলের ঘ্রাণে ভরপুর এই বিনোদনকেন্দ্রে গ্রীষ্মের এই সময়ে বর্ণিল এক আবহ সৃষ্টি হয়েছে। সৌন্দর্যপিপাসুদের বরণে সব ঋতুতেই এমনি প্রস্তুত থাকে এ রিসোর্টটি।
এলেঙ্গা রিসোর্টের চেয়ারম্যান শেখ ইলিয়াস উর রহমান বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে আরও ৭ কোটি টাকা ব্যয়ে রিসোর্টটি নতুন আঙ্গিকে সুসজ্জিত করা হয়েছে। যার ফলে ভ্রমণ পিয়াসী পর্যটকরা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, আমি টাঙ্গাইলের এলেঙ্গাকে বিশ্বের দরবাবে একটি নাম হিসাবে প্রতিষ্ঠিত করেছি এবং টাঙ্গাইলের মধ্যে সেরা করদাতা হিসাবে বারবার স্বীকৃতি পেয়েছি। শুধু তাই নয় এটা বাংলাদেশের সর্বপ্রথম ট্যুরিজম কমপ্লেক্স এলেঙ্গা রিসোর্ট হিসেবে রূপান্তরিত হয়েছে।
ইলিয়াস উর রহমান জানান, রিসোর্টটির সাথে যুক্ত রয়েছে সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি কটেজ, ডিলাক্স কাপল রুম, কনফারেন্স সেন্টার, ট্রেনিং রুম, বোর্ড মিটিং রুম ও আরামদায়ক প্রশস্ত রেস্তোরাঁ ও খেলাধুলার সকল আয়োজন। এছাড়া আরও রয়েছে সুইমিং পুল, গার্ডেন পার্টি, বারবিকিউ ডিনার ও মিউজিক্যাল প্রোগ্রাম।
বহুমাত্রিক.কম