Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩১, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ১৩ জুন ২০২৪

প্রিন্ট:

অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি

ফাইল ছবি

ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জেতারই স্বাদ পেয়েছেন লিওনেল মেসি।বর্তমানে মাঠ মাতাচ্ছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে তার  চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই প্রশ্ন অনেকেরই। অবশেষে অবসর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মেসি। 
কবে, কখন অবসর নেবেন মেসি সেটি স্পষ্ট না জানালেও জানিয়েছেন কোন ক্লাব থেকে অবসরে যাবেন তিনি। অর্থাৎ, ক্যারিয়ারের শেষ ম্যাচটি কোন ক্লাবের জার্সিতে খেলবেন সেটি জানিয়ে দিয়েছেন মেসি। 

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিক থাকলে এটাই আমার সর্বশেষ ক্লাব হবে।’

তিনি আরও বলেন, ‘ফুটবলকে বিদায় জানাতে আমি এই মুহূর্তে রাজি নই। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer