Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৭ ১৪৩১, বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪

আগামী ২২ জুন দেশে ফিরছেন ডিএমপির সাবেক কমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ জুন ২০২৪

প্রিন্ট:

আগামী ২২ জুন দেশে ফিরছেন ডিএমপির সাবেক কমিশনার

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবর সামনে আসে। কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি। এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির সাবেক এ কমিশনার জানালেন, আগামী ২২ জুন দেশে ফিরছেন তিনি।

বুধবার দেওয়া এক ভিডিওবার্তায় আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দুই-একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি- যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মূলত হৃদ্‌রোগের চিকিৎসার জন্য, ডাক্তারের পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি। চিকিৎসা শেষে আমি আগামী ২২ তারিখে দেশে ফিরব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে দুই-একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। জ্ঞাত আয়ের বাইরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই। মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এ ধরনের হীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

সবশেষে ডিএমপির সাবেক এ কমিশনার বলেন, ‘আমি সম্মানিত মিডিয়াকর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer