Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২০ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে। রোববার বিকেলে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ১ জুলাই সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েব-সাইট থেকে জানা যাবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer