Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৯০ বছর গোপন রাখা হবে প্রিন্স ফিলিপের উইল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ১৯ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

৯০ বছর গোপন রাখা হবে প্রিন্স ফিলিপের উইল

ব্রিটেনের প্রয়াত ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের উইল ৯০ বছর গোপন রাখা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মর্যাদা রক্ষায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির হাইকোর্ট।

বিচারক অ্যান্ড্রু ম্যাকফারলেন জানিয়েছেন, সার্বভৌমত্বের মর্যাদা রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পারিবারিক বিভাগের সভাপতি ম্যাকফারলেন রাজকীয় অনুরোধের পক্ষে রায় দেন।বিচারক জানান, প্রিন্সের উইলটি সিল করা উচিত এবং উইলের কোনো অনুলিপি রেকর্ডের জন্য তৈরি করা উচিত নয় বা আদালতের ফাইলে রাখা উচিত নয়।

তবে এর আগেও রাজাদের উইল গোপন রাখার প্রচলন রয়েছে রাজ পরিবারে। ম্যাকফারলেন বলেন, এই ধরনের মানুষের জীবনের সত্যিকারের ব্যক্তিগত দিকগুলোর সুরক্ষা বাড়ানোর প্রয়োজন আছে যাতে সার্বভৌম এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মর্যাদা বজায় থাকে। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে মারা যান। বিবিসি

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer