Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

৯০ দিনের মধ্যে ২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ৩ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

৯০ দিনের মধ্যে ২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ

ঢাকা : ৯০ দিনের মধ্যে চার জেলার ২০৮ জন মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক মামলার শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার। আদালত এও বলেছেন, মুক্তিযোদ্ধা ভাতা তাদের জন্য করুণা নয়, এটা তাদের অধিকার।এ সময় আদালত পাবনা, চাঁদপুর, কুষ্টিয়াসহ চার জেলার ২০৮ জন মুক্তিযোদ্ধাকে ৯০ দিনের মধ্যে গেজেটভুক্ত করার নির্দেশ দেন।

২০১৪ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে একটি তালিকা পাঠানো হয়। ওই তালিকা যাচাই-বাছাই শেষে ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলার ২০৮ মুক্তিযোদ্ধার ভাতা বাতিল করা হয়। এরপর সেই বাতিল আদেশের বিরুদ্ধে একইবছর মুক্তিযোদ্ধারা হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের ওপর আজ রায় দিলেন হাইকোর্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer