Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৯ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ১২:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

৯ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে

ঢাকা : আগামী ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময় ইলিশ মাছ পরিবহন, গুদামজাতকরণ ও বাজারে বিক্রি করা যাবে না। এ সময় যেসব জেলার জেলেরা মাছ ধরার ওপর নির্ভরশীল, তাদের খাদ্য সহযোগিতা দেওয়া হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইলিশ সারাবছর ডিম পাড়লেও এ সময়টায় ৮০ শতাংশ মা ইলিশ ডিম পাড়ে। আর এই ডিম পাড়ে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পরে ১৮ দিন—মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer