Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

৭২ ঘণ্টার ধর্মঘটে অটোচালকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

৭২ ঘণ্টার ধর্মঘটে অটোচালকরা

ঢাকা : রাজধানীতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা ৭২ ঘণ্টার সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট। ভাড়া বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ৭২ ঘণ্টার এ ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ ধর্মঘট চলবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

তিনি জানান, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের দাম চারবার বাড়লেও সিএনজির ভাড়া বাড়েনি। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

দাবিগুলো হলো- রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়ির তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বাড়ানো।

সংগঠনটির সভাপতি সোহেল রানাসহ সিএনজি মালিক ও শ্রমিক নেতারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer