Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

৭১`র পরাজিত শক্তি ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৫ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

৭১`র পরাজিত শক্তি ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

ছবি- বহুমাত্রিক.কম

৭১-এর পরাজিত শক্তি মিথ্যা, মনগড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাজে অশান্তি সৃষ্টিই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি তৈরি করা এসব গোষ্ঠীকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সমাজে কোনো বিভেদ-বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন সরকার প্রধান।

রাত পোহালেই বিজয় উৎসব; পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাঙ্গালির মুক্তি প্রাপ্তির দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে এক নতুন সন্ধিক্ষণে পা রাখবে ৫০ বছর বয়সী সার্বভৌম বাংলাদেশ। গৌরব জড়ানো এই বিজয় উৎসবের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে এলো বাঙ্গালির ত্যাগের ইতিহাস, গণতান্ত্রিক যাত্রাপথ, আর্থ-সামাজিক বাস্তবতাসহ করোনা মহামারী পরিস্থিতি।

সরকার প্রধান বলেন, প্রাণঘাতী ভাইরাসের ছোবল সত্যেও এগিয়ে যাচ্ছে দেশ।ভাষণে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নামা একদল মুসল্লিদের নিয়েও কথা বলেন শেখ হাসিনা। সাফ জানিয়ে দেন-ধর্ম নিয়ে সমাজে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না কাউকেই।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চরিত্র কোনোমতেই যাতে ভূলুণ্ঠিত না হয়, সেই কথা মাথায় রেখে তরুণ যুবশক্তিকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মহামারী দূর হলে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে সাড়ম্বরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer