Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

৭ নভেম্বর ডেনিম এক্সপো শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৭, ১৭ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৭ নভেম্বর ডেনিম এক্সপো শুরু

ঢাকা : বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসর শুরু হবে আগামী ৭ নভেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬২টি প্রতিষ্ঠান ও বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থী এক্সপোতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসাবে ‘সিমপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে।

এ প্রতিপাদ্যের আলোকে প্রদর্শনীতে ক্রেতার চাহিদা কিভাবে সহজে বোঝা যায়, কিভাবে তাদের সঙ্গে দর কষাকষির জন্য প্রস্তুত করা যায় এবং সর্বপরি কিভাবে সিমপ্লিসিটি বা সহজতা বাংলাদেশের ডেনিম শিল্পের উন্নয়নের সোপান হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হবে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের অংশগ্রহণে তিনটি সেমিনার হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer