Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৬৭টি ট্রেন নতুন সময়সূচিতে চলবে আজ থেকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১০ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

৬৭টি ট্রেন নতুন সময়সূচিতে চলবে আজ থেকে

ঢাকা : শুক্রবার থেকে বদলে যাচ্ছে সারা দেশের ৬৭টি ট্রেনের সময়সূচি। বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল পরির্বতনের এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার (১০ জানুয়ারি) থেকে চলাচল করবে বাংলাদেশের বিভিন্ন রুটের ট্রেন। এর মধ্যে ঢাকা থেকে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলগামী ৩৫টি আন্তঃনগর ট্রেনও রয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশের প্রায় সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এগুলোর মধ্যে ডজনখানেক ট্রেনের সময় ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসের সময় দেড় ঘণ্টা পরিবর্তন করা হয়েছে।

রেলওয়ে বলছে, ট্রেনের শিডিউল জটিলতা কমাতে ও যাত্রীসেবার মান বাড়াতে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শিডিউল ধরে রাখার জন্য ট্রেন চলাচলের সময়সূচিতে এ পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান সাংবাদিকদের বলেন, সারা দেশে চলাচলকারী প্রায় সব ট্রেনের সময়সূচিতে কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। এজন্য ৬৭টি ট্রেনের সময়সূচিতে ৫ মিনিট থেকে এক ঘণ্টা বা তারও বেশি আগানো অথবা পেছানো হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের নয়টি আন্তঃনগর ট্রেন নতুন করে ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলের বিভিন্ন ট্রেনের সময়সূচি পরিবর্তন : নতুন বছরের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। পশ্চিমাঞ্চল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।এছাড়া ১৬টি ট্রেনের বিরতির দিনও পরিবর্তিত হচ্ছে যা আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচল করবে।নীলফামারীর চিলাহাটি থেকে খুলনার মধ্যে চলাচলরত আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস সোমবার ও সান্তাহার-দিনাজপুর লাইনে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস রোববার বন্ধ থাকবে।

রাজশাহী-খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্ত:নগর কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলরত আন্ত:নগর আপ ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহীমুখী ডাউন ধুমকেতু এক্সপ্রেস শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এদিকে পশ্চিমাঞ্চলের আটটি ট্রেনের জন্য নতুন বন্ধের দিন হল- রাজশাহী-পাবনার মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস সোমবার, রাজশাহী থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে রাজশাহীমুখী বিরতিহীন বনলতা এক্সপ্রেস শুক্রবার, ঢাকা-বেনাপোল এক্সপ্রেস বুধবার, কুড়িগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী আপ কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ লাইনের শাটল ট্রেন বুধবার।

এছাড়া পাবনার ঈশ্বরদী-ঢালারচর চলাচলকারী ঢালারচর শাটল ট্রেন সোমবার এবং টাঙ্গাইল-ঢাকায় চলাচলরত টাঙ্গাইল কমিউটার ট্রেন শুক্রবার, রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত আপ টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার ও গোবরা থেকে রাজশাহী রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস মঙ্গলবার বন্ধ থাকবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৮টি ট্রেনের নতুন সময়সূচিও ঘোষণা করা হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন দুপুর সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে দুপুর ১২টায়।

একইভাবে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকাল ৪টায় ছেড়ে সাগরদাঁড়ি রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়। এদিকে আন্ত:নগর ধূমকেতু আপ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১১টা ২০মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ডাউন লাইনে ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে দুপুর ১১টা ৪০ মিনিটে।

বিরতিহীন আন্ত:নগর বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। আন্ত:নগর পদ্মা এক্সপ্রেস আপ প্রতিদিন বিকাল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

আন্ত:নগর সিল্ক সিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন বিকাল ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। উপরোক্ত ট্রেনগুলো ব্যতীত অন্যান্য ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ঢাকা-সিলেট রুটের পাঁচ ট্রেনের সময়সূচি : নতুন সূচি অনুযায়ী ঢাকা-সিলেট রুটের পারাবত ঢাকা থেকে সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে ছাড়বে। আর সিলেট থেকে পারাবত বিকাল ৩টার পরিবর্তে ছাড়বে ৩টা ৪৫ মিনিটে। সিলেটগামী জয়ন্তিকা ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টায়, ঢাকাগামী জয়ন্তিকা সিলেট থেকে সকাল ৮টা ৪০ এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়বে।

সিলেটগামী উপবন ঢাকা থেকে রাত ৯টা ৫০ এর পরিবর্তে ছাড়বে ৮টা ৩০ মিনিটে ও ঢাকাগামী উপবন সিলেট থেকে রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়া ঢাকাগামী কালনী সিলেট থেকে সকাল ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা ১৫ মিনিটে। আর ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টায়।

জানা গেছে, নতুন টাইম টেবিলে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বাড়ানো হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer