Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৬ দেশের ওপর ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২৭ নভেম্বর ২০২১

প্রিন্ট:

৬ দেশের ওপর ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনার নতুন ভ্যারিয়েন্টর কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। দক্ষিণ আফ্রিকায় করোনার ব্যাপক মিউটেশন করা নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘আমরা প্রাথমিক আভাস পেয়েছি এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে আরো সংক্রমণযোগ্য হতে পারে এবং বর্তমানে আমাদের যে ভ্যাকসিন রয়েছে তা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অকার্যকর হতে পারে।’

জাভিদ বলেন, দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং বোতসোয়ানা ও হংকং থেকে আসা ভ্রমণকারীদের মধ্যে এটি শনাক্ত হয়েছে। ব্রিটেনে এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি।

তিনি আরো বলেন, ব্রিটিশ বিজ্ঞানীরা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং সতর্কতা হিসেবে শুক্রবার গ্রিনিচ মান সময় ১২০০টায় দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, জিম্বাবুয়ে এবং বোতসোয়ানা থেকে সমস্ত ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভোর ৪টার পর থেকে এ সব দেশ থেকে যারা আসবে, তাদের রবিবার হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer