Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩, ২৬ নভেম্বর ২০২১

প্রিন্ট:

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশসারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উতপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সাবিহা আক্তার নামের এক শিক্ষার্থী জানান, তিনিসহ বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষের চিৎকারে জেগে ওঠেন। বুঝতে পারেন তিনি কাঁপছেন। এ সময় অনেক ভয় পান বলেও জানান এ শিক্ষার্থী।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ভূমিকম্পের কারণে তাদের ভয় পাওয়ার খবর জানাচ্ছেন। জাবির সাবেক শিক্ষার্থী মঈনুল রাকিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ভূমিকম্প হলো নাকি? আল্লাহ, মৃত্যুর কোলে আমরা ঘুমিয়েও কত ভাব নিই!

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer