Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

৫৯ এলাকার ওয়াসার পানিই অনিরাপদ ও ময়লাযুক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ১৬ মে ২০১৯

প্রিন্ট:

৫৯ এলাকার ওয়াসার পানিই অনিরাপদ ও ময়লাযুক্ত

ঢাকা : আদালতে অভিযোগের পর রাজধানীতে ওয়াসার সরবরাহকৃত পানি পরীক্ষার পর ৫৯টি এলাকার পানিই অনিরাপদ ও ময়লাযুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার আদালতে ওয়াসার এমডি তাকসিম এ খান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ওয়াসার ১০টি জোনের পানি পরীক্ষার পর ৫৯টি এলাকার পানিই অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

এ সময় আদালত মন্তব্য করেছেন, ওয়াসার দায়িত্ব বাড়ি পর্যন্ত নিরাপদ পানি পৌঁছে দেয়া। এছাড়া পানি পরীক্ষার মত জানতে ঢাবি বায়োলজি বিভাগের চেয়ারম্যানকে ২১ মে হাজির হতে বলেছেন আদালত।

একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে, তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer