Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৫৭৫ কোটি টাকা দিতে প্রস্তুত গ্রামীণফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৩ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

৫৭৫ কোটি টাকা দিতে প্রস্তুত গ্রামীণফোন

ঢাকা : ২ হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত রয়েছে গ্রামীণফোন। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতিকে গ্রামীণফোন নয়, চিঠি পাঠিয়েছিল টেলিনর। যদিও টেলিনরেরও এ ধরনের চিঠি পাঠানো সমীচীন হয়নি বলে মনে করেন বিটিআরসির আইনজীবী।

গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি জানান, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রিভিউ করলেও আদালত এখনও কোন স্থগিতাদেশ দেননি। ফলে এ মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer