Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু ১১ আগস্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ৭ আগস্ট ২০২২

আপডেট: ১৪:২২, ৭ আগস্ট ২০২২

প্রিন্ট:

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু ১১ আগস্ট

করোনাভাইরাস থেকে সুরক্ষায় প্রাথমিকে পাঠরত শিক্ষার্থীদের তথা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল দেশের সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এসব শিশুকে করোনা টিকা দেওয়া শুরু হবে।

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, আগামী ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এরপর পর্যবেক্ষণের জন্য কিছু সময় নেব। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট থেকে এই টিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে। তিনি শিশুদের অভিভাবকদের আহ্বান জানান সুরক্ষা অ্যাপে নিয নিজ শিশুদের নিবন্ধন করার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer