Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৫ দিনের সফরে জেনেভায় রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৫ দিনের সফরে জেনেভায় রাষ্ট্রপতি

ঢাকা : পাঁচ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে জেনেভা বিমানবন্দরে অবতরণ করে।

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে জেনেভায় বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি হামিদ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনীতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়), আইজিপি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

জেনেভা সফরকালে তিনি ২০তম ‘গ্লোবাল লিডারস ইনভেস্টমেন্ট সামিট’ এবং ‘হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরাম’র ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন।

সফর শেষ করে রাষ্ট্রপতি হামিদ ২৭ অক্টোবর দেশে ফিরে আসবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer