Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৫ দিনের রিমান্ডে নিপুণ রায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৬ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৫ দিনের রিমান্ডে নিপুণ রায়

ঢাকা : নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ ৭ জনকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।শুক্রবার(১৬ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়।

ডিবির সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম জানান, দুপুর ১২টার পরে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়। আর নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer