Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৪০তম বিসিএস : বুধবার পিএসসির বিশেষ সভা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

৪০তম বিসিএস : বুধবার পিএসসির বিশেষ সভা

ঢাকা : ৪০তম বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বুধবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিসিএসে সর্বোচ্চসংখ্যক চাকরিপ্রত্যাশী অংশ নিতে যাচ্ছে। আগামী ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, একটি পরীক্ষার আগে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। প্রশ্নপত্র ফাঁস, বিশৃঙ্খলাসহ নানা ধরনের বিষয় থাকে। এগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডাকা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন। তাই কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আমরা কাজ করছি। বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডাকা হয়েছে।

৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসিতে পরীক্ষার্থীদের আবেদনের রেকর্ড এটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer