Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

৪ অক্টোবর থেকে সকল শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৩:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

৪ অক্টোবর থেকে সকল শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

আগামী ৪ তারিখ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশু, তারা কোভিড পজিটিভ হোক বা নেগেটিভ, তাদের ভিটামিন এ খাওয়াতে হবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না।

৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ সব তথ্য জানানো হয়।

জানানো হয়, স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা ঘন ঘন সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন।

সংক্রমণের ভয় থাকলে কোন অভিভাবক স্বাস্থ্যকর্মীর নির্দেশনা মেনে নিজ হাতেই কেন্দ্রে বসে তার শিশুকে ভিটামিন খাওয়াতে পারবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer