Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

৩৮তম বিসিএস নিয়ে পিএসসির বিশেষ সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৩ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৩৮তম বিসিএস নিয়ে পিএসসির বিশেষ সতর্কতা

ফাইল ছবি

ঢাকা : ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা নিয়ে বেশ সতর্ক সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আরো বলেন, ৩৮তম বিসিএসে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা স্পেশাল মিটিং করেছি।

বিসিএসের ফল প্রদান, পরিদর্শক, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট অফিসার এবং যারা পরীক্ষায় দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে ধারাবাহিক সেমিনার আয়োজন করা হচ্ছে। এই সেমিনারের মাধ্যমে কিভাবে পরীক্ষা নিতে হবে-তার বার্তা দেয়া হচ্ছে।
 
পিএসসি সূত্র জানিয়েছে, ৩৮তম বিসিএসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেবে।

ব্যাপক সতর্কতা অবলম্বন করে এগুচ্ছে পিএসসি। ৮টি বিভাগীয় শহরে আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাকায় ১৬২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার হলে ঘড়ি নিষিদ্ধ থাকার কারণে পিএসসি থেকে প্রতিটি কেন্দ্রে একটি করে ঘড়ি সরবরাহ করা হবে।

তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে। নারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তায় থাকবে নারী পুলিশ সদস্য।

২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২০ জুন প্রকাশ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer