Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩৭ বছরের মধ্যে ভয়াবহ খরার কবলে উত্তর কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ১৮ মে ২০১৯

প্রিন্ট:

৩৭ বছরের মধ্যে ভয়াবহ খরার কবলে উত্তর কোরিয়া

ঢাকা : ৩৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে উত্তর কোরিয়া। শস্যের ক্ষতি মোকাবেলায় ইতোমধ্যে জনগণকে ‘লড়াইয়ের’ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জাতিসংঘ এর আগে জানিয়েছিল, এক কোটি উত্তর কোরীয়র জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছিল, এ বছর এ পর্যন্ত উত্তর কোরিয়ার নাগরিকদেরকে প্রতিদিন মাত্র ৩শ’ গ্রাম খাবার খেয়ে জীবনধারণ করতে হয়েছে। ১৯৯০ এর দশকে উত্তর কোরিয়া ভয়াবহ খরার কবলে পড়ে। তখন খাদ্যাভাবে লক্ষাধিক মানুষ মারা যায় বলে ধারণা করা হয়।

এই খরা একইরকম ভয়াবহতার দিকে মোড় নেবে কিনা তার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। তবে এ খরার ফলে দেশটিতে তুলনামূলকভাবে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে এবং দেশজুড়ে শস্যের ব্যাপক ক্ষতি হবে।

এনকে নিউজের অলিভার হোথাম বিবিসি`কে বলেছেন, ‍“উত্তর কোরিয়ার পরিস্থিতি কতটা বাজে তা এখনো স্পষ্ট নয়, যেখানে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট যে ধরণের তথ্য পাওয়া মুশকিল। যাও পাওয়া যায় তা মোটেই স্বচ্ছ নয়।” তবে তিনি বলেন, উত্তর কোরিয়ার সরকারি তথ্য সঠিক হলে তাদের গবষণা মতে, খাদ্যঘাটতি পূরণের জন্য দেশটিকে ১৫ লাখ টন খাবার আমদানি করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer