Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে : দীপু মনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ২৫ জুন ২০১৯

প্রিন্ট:

৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে : দীপু মনি

ঢাকা : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০০৯ থেকে এ পর্যন্ত প্রায় ১১ বছরে ৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।তিনি আজ সংসদে সরকারি দলের বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

দীপু মনি বলেন, সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে একটি করে স্কুল এবং একটি করে কলেজ সরকারিকরণের আওতায় ইতোমধ্যে ২৯৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া সরকারের ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত আরো ৪০টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।

তিনি গণফোরামের মোকাব্বির খানের অপর এক প্রশ্নের জবাবে জানান, ১শ’টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হয়েছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।
শিক্ষা মন্ত্রী সরকারি দলের নিজাম উদ্দিন জলিল জনের এক প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশে পরিনত করতে প্রতি জেলায় একটি করে পাবলিক অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে দেশের প্রায় সব জেলায় ইতোমধ্যে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer