Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব: এরশাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২০ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব: এরশাদ

ঢাকা : আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপা জোটের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, `আমরা ৩০০ আসনে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। এ মাসের মধ্যেই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হবে। তৃণমূলের সমর্থনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।`

তিনি বলেন, `আমরা সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই। আমরা যারা সংসদে আছি সকলের সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।`

জোটের বিভিন্ন দাবি পেশ করে এরশাদ বলেন, `আমরা নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতির সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই। সড়কে নিরাপত্তা চাই।`

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার তার সবই করবে বলেও এসময় প্রতিশ্রুতি দেন জাপা চেয়ার‌ম্যান।

এর আগে সকাল সাড়ে ১০টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি (জাপা) নেতৃত্বাধীন জোটের সমাবেশ শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও জিএম কাদের।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer